ফেনী-১ ও ফেনী-৩ আসনে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১১:৫৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দুই নেতা। ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের, আর ফেনী-৩ আসন থেকে নিয়েছেন জাহিদুল ইসলাম সৈকত।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের উপস্থিতিতে তারা ফরম সংগ্রহ করেন। দলীয় সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু হয়েছে। ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, আর জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য ২ হাজার টাকা।
মনোনয়ন নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, “আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়ন প্রসঙ্গে দল আমাকে মনোনয়ন দেবেন বলে আশা করছি।”
ফেনী-৩ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম সৈকত বলেন, “জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দাগনভূঞা ও সোনাগাজীর জনগণ এর আগে জনপ্রতিনিধিদের থেকে কোনো সেবা পাননি। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
এর আগে, ৪ নভেম্বর এনসিপি জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে তারা কোনো প্রার্থী ঘোষণা করবে না।
এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।