বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:২৮

সংগৃহীত

শহরের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ বিক্ষুব্ধ ছাত্র-জনতার দ্বারা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ এবং নৈরাজ্যের প্রতিবাদে তারা এই মিছিল করেন। মিছিল শেষে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে ৫ আগস্ট চব্বিশে জুলাই আন্দোলনের সময়ও এই স্তম্ভটি ভাঙচুর করা হয়েছিল। তবে স্তম্ভের কিছু অংশ অবশিষ্ট ছিল, যা আজকের ঘটনায় সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, “বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top