মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ফেনীতে ১১ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী মাদক কারবারি আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৮:৩৬

সংগৃহীত

সদর উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

র‌্যাব সূত্রে জানা গেছে, জহুরা বেগম (৪২) নামে ওই রোহিঙ্গা নারী চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে যাত্রীবেশে বাসে মাদক পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে বাসটি পৌঁছালে বাসে তল্লাশি চালিয়ে তাকে তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মাদকের সঙ্গে আটক করা হয়।

ফেনী র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান কালবেলাকে বলেন, “অটকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top