রংপুরের ব্যবসায়ীকে হত্যা, মরদেহ ২৬ টুকরা করে ঢাকার হাইকোর্ট এলাকায় ফেলা

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১১:৩২

ছবি: সংগৃহীত

রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর তার মরদেহ ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে ঢাকার হাইকোর্ট এলাকায় ফেলা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল পরকীয়া। হত্যার ঘটনায় বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে মরদেহের টুকরা পাওয়া যায়। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। আশরাফুল হক রংপুরে কাঁচামালের ব্যবসা করতেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শামীমা সিএনজি অটোরিকশা ভাড়া করে দুপুরে শনির আখড়ার বাসায় যান এবং জরেজুলের সঙ্গে বের হয়ে হাইকোর্ট এলাকার মাজার গেটে পৌঁছে বিকেল সোয়া ৩টার দিকে দুটি ড্রাম ফেলে যান।

পুলিশ জানায়, হত্যার পেছনে প্রধান কারণ ছিল পরকীয়া। বন্ধু জরেজুলের প্রেমিকা শামীমার সঙ্গে আশরাফুলের সম্পর্কের তথ্য পেয়ে, ক্ষিপ্ত হয়ে জরেজুল আশরাফুলকে হাতুড়ি দিয়ে হত্যা করেন। পরে মরদেহ ২৬ টুকরা করে দুটি ড্রামে ভরে ফেলে দেন।

গ্রেফতারের সময় হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুল ও শামীমাকে গ্রেফতার করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top