শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

তিন দশক পর ফুলতলা স্টেশনে থামবে বেতনা এক্সপ্রেস ও রকেট

এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:২৪

ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন দশকের অপেক্ষার পর অবশেষে খুলনার ঐতিহ্যবাহী ফুলতলা রেলওয়ে স্টেশনে পুনরায় যাত্রা বিরতি দিচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন  বেতনা এক্সপ্রেস এবং রকেট। শনিবার থেকে ট্রেন দুটির নিয়মিত থামার কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার ইনচার্জ জয়ব্রত সাহা।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, বেতনা এক্সপ্রেস আপ ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং ডাউন ট্রেন সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফুলতলা স্টেশনে পৌঁছাবে। রকেট ট্রেন আপ সকাল ৯টা ৫৫ মিনিটে এবং ডাউন ট্রেন রাত ২টা ৩০ মিনিটে স্টেশনে থামবে।

ফুলতলা, অভয়নগর ও ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য এ সিদ্ধান্তে স্বস্তি নেমে এসেছে। বহু বছর ধরে যাত্রীরা নওয়াপাড়া বা দৌলতপুর স্টেশন ব্যবহার করতে বাধ্য হতেন।

অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস বলেন, “ফুলতলা রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন। দীর্ঘদিন উত্তরবঙ্গ ও বেনাপোলগামী কোনো ট্রেন থামতো না। এখন থেকে এখান থেকেই যাতায়াত সম্ভব হবে। এতে সময় ও অর্থ উভয়ই বাঁচবে।”

স্টেশনে ট্রেন থামানোর দাবিতে গঠিত যাত্রাবিরতি কমিটির আহ্বায়ক মো. ইকতিয়ার শেখ বলেন,
“দীর্ঘদিনের দাবি আংশিক পূরণ হয়েছে। তবে এখনো ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রাবিরতি আমাদের প্রধান দাবি।”

কমিটির সদস্য সচিব অধ্যাপক নাসির উদ্দিন বলেন, “অনেক চ্যালেঞ্জের পর এই দুটি ট্রেন পাওয়া গেছে। আশা করছি শিগগিরই আরও কয়েকটি ট্রেনের যাত্রা বিরতি যুক্ত হবে।”

এদিকে স্টেশন মাস্টার জয়ব্রত সাহা জানান,


“স্টেশনে জনবল ঘাটতি ও নিরাপত্তা সমস্যা রয়েছে। আমরা প্রয়োজনীয় জনবল চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা হলে যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top