বগুড়ায় গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখায় আগুন দেয়ার চেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৯
বগুড়ার শেরপুর ও গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় নাশকতার ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহত হয়নি।
শেরপুরের গাড়িদহ শাখায় শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের অবকাঠামো ও অভ্যন্তরীণ কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুধু মূল ফটকের নামফলকে কিছু ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে একই রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে দ্রুত অপরাধীরা আইনের আওতায় আনা হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।