মোংলা বন্দরে প্রথমবার আমেরিকার গমবাহী জাহাজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:২০
আমেরিকা থেকে সরকারের আমদানি করা গম নিয়ে প্রথমবারের মতো সরাসরি মোংলা বন্দরে এসেছে জাহাজ ‘এমভি উইকো টাটি’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করে। গমের গুণগতমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে গম খালাসের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে পৌঁছায় জাহাজ
খাদ্য অধিদপ্তরের মোংলা বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, আমেরিকা থেকে আসা জাহাজটি ৬০,৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গমের গুণগতমান বজায় থাকায় খালাসের অনুমতি দেওয়া হয়।
রোববার সকাল থেকে জাহাজ থেকে গম খালাস চলছে। এর মধ্যে ৩৫,০৭৫ টন গম মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকি অংশ খুলনা, বরিশাল ও রাজশাহীতে পাঠানো হবে। জাহাজটি বড় হওয়ায় এর গভীরতাও বেশি—তাই ফেয়ারওয়েতে রেখেই খালাসের কাজ সম্পন্ন করা হচ্ছে।
প্রথমবার মোংলায় সরাসরি আগমন
তিনি জানান, আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি (G2G) নগদ ক্রয় চুক্তি নম্বর G-2-G-1 এর আওতায় এই প্রথম এত বড় পরিমাণ গম নিয়ে সরাসরি কোনো জাহাজ মোংলা বন্দরে পৌঁছাল। এর আগে আমদানি করা গমবাহী জাহাজগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলায় আসত।
মোট আমদানি ৪ লাখ ৪০ হাজার টনের পরিকল্পনা
আমেরিকা–বাংলাদেশ জি-টু-জি চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে বলে জানান আব্দুস সোবহান সরদার।
এ পর্যন্ত তিনটি চালানে দেশে এসেছে—
২৫ অক্টোবর: ৫৬,৯৫৯ মেট্রিক টন
৩ নভেম্বর: ৬০,৮০২ মেট্রিক টন
১৪ নভেম্বর: ৬০,৮৭৫ মেট্রিক টন
মোট ১,৭৮,৬৩৬ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।