রাজশাহীতে যুবলীগ নেতা খালেদ হাসান বিপ্লবের বাড়িতে মুখোশধারীদের তাণ্ডব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩১
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩০ মিনিট ধরে রাজশাহী নগরের মতিহার থানার কাজলা নতুন বৌ বাজার এলাকার বাড়িটিতে এ তাণ্ডব চলে।
হামলার সময় পরিবারের দাবি অনুযায়ী, প্রায় ১০০–১৫০ জন মুখোশধারী লোক বাড়িতে আসে। মূল ফটকে তালা থাকায় তারা প্রথমে ভেতরে ঢুকতে না পারলেও পরে প্রাচীর টপকে ৩০–৪০ জন ঘরের ভেতরে প্রবেশ করে। সিঁড়ির পাশের গেটের তালা ভেঙে তারা দোতলায় উঠে খালেদ হাসান বিপ্লবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এ সময় বিপ্লবের বাবা হেলাল উদ্দিনকে (৬২) একটি কক্ষে আটকে রাখা হয়। তার মা খালেদা বেগমকে (৫৩) বাধা দিতে গেলে হাতুড়ি দিয়ে পেটানো হয় বলেও অভিযোগ পরিবারের। হামলাকারীরা এক পর্যায়ে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। খালেদা বেগম পা ধরে অনুরোধ করলে তারা আগুন না দিয়ে ফিরে যায়। তবে নিচতলায় থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি, মোটরসাইকেলসহ প্রায় সব আসবাবপত্র ভাঙচুর করে তছনছ করে ফেলা হয়েছে। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পর ৯৯৯-এ ফোন করলে পুলিশের একটি টহল দল রাতেই ঘটনাস্থলে যায়। তারা খালেদা বেগমকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও ভয়ে তিনি হাসপাতালে যেতে পারেননি।
বর্তমানে দেশের বাইরে থাকা যুবলীগ নেতা খালেদ হাসান বিপ্লব বলেন, “৫ আগস্টের পর থেকেই আমি দেশে নেই। মুখোশধারী একদল লোক আমার বাড়িতে হামলা চালিয়ে সব তছনছ করে দিয়েছে। বৃদ্ধ মায়ের ওপর হামলা করা হয়েছে। তিনি আতঙ্কে চিকিৎসাও নিতে পারছেন না।”
একটি সূত্র জানায়, প্রায় এক মাস আগে ‘জয়যাত্রা’ নামের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিপ্লব দাবি করেছিলেন যে ৫ আগস্টের পর তার বাড়িতে হামলা ও তার বাবা–মাকে হেনস্তা করা হয়েছিল। ওই সূত্রের মতে, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি। গণমাধ্যমে অসত্য তথ্য দেওয়ার কারণেই হয়তো নতুন করে এই হামলা হতে পারে।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, “আমি রাতে থানায় ছিলাম না। ঘটনার বিষয়ে আমার জানা নেই। কেউ এখনো অভিযোগও করেনি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।