রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

‘১০০ বছরেও যে গ্রামে ঢোকেনি পুলিশ’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

দেশের গ্রামাঞ্চলে যেসব এলাকায় সমস্যা, কলহ ও মামলা-মোকদ্দমা লেগেই থাকে, সেখানে নাটোরের হুলহুলিয়া গ্রাম এক আলাদা দৃষ্টান্ত। গ্রামটিতে শতভাগ শিক্ষিত মানুষ, মাদক, বাল্যবিয়ে, যৌতুক ও পারিবারিক নির্যাতন নেই। পুলিশ বহু বছর ধরে গ্রামে প্রবেশ করেননি।

গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, যা গ্রামের সকল সামাজিক অনুষ্ঠান পরিচালনা করে এবং কলহ বা সমস্যা দেখা দিলে তা মীমাংসা করে। গ্রামবাসীর নিজস্ব সংবিধান অনুসারে সমস্যা সমাধান করা হয়। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন, ব্যর্থ হলে পাড়ার কমিটি ও সামাজিক উন্নয়ন পরিষদ বিষয়টি সমাধান করেন।

গ্রামের ইতিহাস অনুযায়ী, ১৯৪০ সালে মছির উদ্দিন সামাজিক উন্নয়ন পরিষদ গঠন করেন। গ্রামে দ্য হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব, ‘শেকড়’ ও ‘বটবৃক্ষ’ নামের সামাজিক প্রতিষ্ঠানগুলোও সক্রিয়। এসব সংগঠন দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি দেয়, অসহায় মানুষকে সহায়তা করে এবং বেকারদের কর্মসংস্থান তৈরি করে।

গ্রামে শিক্ষা বাধ্যতামূলক। প্রতিটি ছেলেমেয়ের জন্য এসএসসি পাশ করা বাধ্যতামূলক। দরিদ্র পরিবারের সন্তানদের জন্য কমিটি থেকে শিক্ষার দায়িত্ব নেওয়া হয়। গ্রামে একটি প্রাইমারি স্কুল, একটি হাইস্কুল, একটি মাদ্রাসা ও একটি মসজিদ রয়েছে।

গ্রামের মানুষজন একত্রে বসবাস করেন এবং বিভাজন করেন না। শুধুমাত্র একটি মসজিদ ও একটি গোরস্থান রয়েছে। ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি ও উপদেষ্টা কমিটি গ্রাম পরিচালনা করেন। পাড়াভিত্তিক কমিটিও গ্রামে ‘নিম্ন আদালত’ হিসেবে কাজ করে।

হুলহুলিয়া গ্রামের শিক্ষিত ও প্রতিভাবান মানুষদের মধ্যে রয়েছেন দেশের বিশিষ্ট ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, বিচারক, সেনা কর্মকর্তা এবং তথ্যপ্রযুক্তি ও সরকারি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব। ২০১৬ সালে ডিজিটাল হাব স্থাপন করা হয়েছে, যা কম্পিউটার প্রশিক্ষণ ও প্রযুক্তি বিষয়ক শিক্ষায় সহায়তা করছে।

স্থানীয় প্রশাসনও গ্রামের আইনশৃঙ্খলা প্রশংসা করেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রামে অপরাধ খুবই কম এবং সবাই নিজেদের মধ্যে সমস্যা সমাধান করে। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, হুলহুলিয়া গ্রামের মানুষরা নিজেদের সমস্যা নিজস্বভাবে সমাধান করে, যা এটিকে দেশের আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top