শ্রীপুরে বেঞ্চের বিরোধের জেরে ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থী আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৪
শ্রীপুরের বর্মী ইউনিয়নের খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় বেঞ্চকে কেন্দ্র করে নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে পাঁচজন দশম শ্রেণির শিক্ষার্থী জখম হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।
মাদ্রাসার সূত্রে জানা যায়, বুধবার শ্রেণিকক্ষে বেঞ্চ নিয়ে নবম শ্রেণির ছাত্র সিয়াম (১৫) এবং দশম শ্রেণির রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। মাদ্রাসার শিক্ষকরা উভয়পক্ষকে মিলিয়ে দেন। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণির পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হওয়ার সময় সিয়াম দেশীয় ধারালো ছুরি নিয়ে পাঁচজনের ওপর আক্রমণ চালায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাসরিন জামান বলেন, “পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযুক্ত সিয়ামকে আটক করার জন্য অভিযান চলছে এবং তাকে আটক করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বর্তমানে সদর হাসপাতালে রয়েছেন এবং ব্যস্ততার কারণে পরে বিস্তারিত বক্তব্য দেবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।