চরমোনাই মাহফিলে ড. আ ফ ম খালেদ হোসাইন: ‘৫৪ বছর পর ঐক্যের সুযোগ এসেছে’
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:৩০
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসাইন বলেছেন, “৫৪ বছর পরে একটা সুযোগ এসেছে হাতে হাত ধরার। সুযোগ বারবার আসে না, তাই ঐক্যবদ্ধ থাকতেই হবে।” তিনি বলেন, দেশে খোলাফায়ে রাশেদিনের আদলে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাইলে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে একত্র থাকতে হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনে আয়োজিত উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দেশের বিভিন্ন পর্যায়ের আলেমরাও বক্তব্য দেন। নির্বাচন প্রসঙ্গে ড. খালেদ হোসাইন বলেন, “ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন হবে—এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আপনাদেরও। কেন্দ্র পাহারা দেবেন, যার ভোট তার নিজের ইচ্ছায় দিতে দিতে হবে। কেউ যেন ব্যালট ছিনতাই করতে না পারে।”
তিনি আরও জানান, সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীসহ সম্পূর্ণ প্রস্তুত থাকবে।
তিনি বলেন, “আমরা আশা করছি, একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের পরে আমরা আমাদের পুরোনো ঠিকানায় ফিরে যাবো। যারা আগামী সরকারের দায়িত্ব নেবেন, তারা আমাদের অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেবেন।” ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় পরহেজগার ও নীতিনিষ্ঠ ব্যক্তি না থাকলে দেশ বারবার ভুলের পুনরাবৃত্তিতে পড়ে। তিনি বলেন, “যদি পার্লামেন্টে আলেম পাঠাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, সচিব বানাতে পারেন—দেশ পাল্টে যাবে।”
তিনি আরও যোগ করেন, ধর্মকে ব্যঙ্গ বা অপব্যাখ্যা করে কেউ জনগণকে উসকে দিতে পারবে না। ইসলাম সম্পর্কিত যেকোনো বক্তব্য আলেম সমাজের ঐকমতের ভিত্তিতে হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ড. খালেদ হোসাইন বলেন, “আমরা আইন হাতে তুলে নেবো না। অন্য কোনো সরকার এলে যদি কেউ আইন হাতে তুলে নেয়, তাহলে সহিংসতা বাড়বে। ধর্মের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের ছাড় দেওয়া হবে না; আইনের আওতায় আনা হবে।”
দেশের অর্থনীতির প্রসঙ্গ টেনে তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ মিলিয়ন ডলার, তা বর্তমানে ৩২-এর ওপরে দাঁড়িয়েছে। তিনি বলেন, ১৫–১৬ মাসে আগের ১৬ বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়, তবে আগামী সরকার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।