বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার গ্যাসের স্বল্পচাপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৮:৩০

সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী, কোনাবাড়ি, শফিপুর ও চন্দ্রা এলাকায় শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে ওই সময় জিটিসিএলের গাড়ারণ বাল্ব স্টেশন বন্ধ থাকবে। ফলে উল্লেখিত এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ সাময়িকভাবে কম থাকবে।

গ্রাহকদের এই অস্থায়ী অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top