গাজীপুরে মোবাইল টাওয়ারে নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:১৮
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ারের নিচে নিরাপত্তা প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর) সকালেই মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকায় টাওয়ারের নিচে অবস্থিত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মীর আলতাব হোসেন (৬৫), তিনি মহানগরের ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাংলালিংক টাওয়ারে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের ছেলে সবুজ সকালে প্রথমে বাবার মরদেহ দেখতে পান। তার আগে টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা আলতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি পরিবারের সঙ্গে শেয়ার করেন। সবুজ বাবার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হাসান বলেন, “হাত-পা বাঁধা অবস্থায় প্রহরীর মরদেহ উদ্ধার হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।