সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ফরিদপুরে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৮

সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বাড়ি ফেরার পথে পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনা সোমবার সকালে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের গোলচত্বর সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে ঘটে। নিহত হলেন মো. মধুউল্লাহ (৫২), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপখালী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে। গুরুতর আহত পিকআপ চালক আশিকুল ইসলাম (৩২) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে টেকেরহাটগামী ৩ টনের ফলবোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে পড়ে পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মধুউল্লাহর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, ফল ব্যবসায়ী পঞ্চগড় থেকে টেকেরহাটের আড়তে ফল নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top