নেত্রকোনায় ভুয়া রোগী দেখিয়ে সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:২২
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোমেনুল ইসলামের বিরুদ্ধে সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহার ও ভুয়া রোগী দেখানোর অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর উপস্থিতি যাচাই করেন। পরে কোনো রোগী না পাওয়ায় স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত স্থান ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে অন্তঃসত্ত্বা এক রোগী লিমা (২৭) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু অনুসন্ধানে লিমা নামে কোনো রোগী বা তার স্বামীর অস্তিত্ব পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, “ডা. মোমেনুল ইসলাম সবসময়ই ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করেন বলে শুনেছি। আজ যখন বিষয়টি প্রকাশিত হলো, আমরা অ্যাম্বুলেন্স থামিয়ে দেখলাম সেখানে কোনো রোগী নেই। ডাক্তার দ্রুত নেমে সিএনজিতে উঠে নেত্রকোনা চলে যান।”
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) শাহজাহান সিরাজ ও মেডিকেল অফিসার ডা. দ্বীজেশ রঞ্জন ভৌমিক অভিযোগের সত্যতা কিছুটা অস্বীকার করে বলেন, রেফার্ড প্রক্রিয়া সম্পূর্ণ কর্মকর্তা নির্দেশে করা হয়েছে এবং তারা রোগী সরাসরি দেখেননি।
অভিযুক্ত ইউএইচএফপিও ডা. মোমেনুল ইসলাম কালবেলায় সাংবাদিকদের বলেন, “আমার গাড়ি নষ্ট থাকায় অ্যাম্বুলেন্স ব্যবহার করেছি। আইন অনুযায়ী একজন রোগীর নাম ব্যবহার করা হয়েছে। এটি একটি সাধারণ বিষয়, তবে বিষয়টি বড় করে দেখানো হচ্ছে। অ্যাম্বুলেন্স আটকানো হলে আমি সিএনজি অটোরিকশা করে চলে গিয়েছি।”
স্থানীয়রা বলছেন, এই ঘটনার মাধ্যমে সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার ও ভুয়া রোগী দেখানোর অভিযোগ পুনরায় আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।