মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

নেটিজেনদের ক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা, মা কুকুরের করুণ অবস্থা

পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের আবাসিক এলাকার বাসিন্দা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগমের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ছানাগুলো হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকে মা কুকুরটি বিকটভাবে কেঁদে রাতভর বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়। খাবার দিলেও ক্ষুধার্ত শরীরেও সে কিছু খায়নি। মানসিক আঘাত ও কষ্টে এখন কুকুরটি অসুস্থ হয়ে পড়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা তাকে চিকিৎসা দিয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদের পুকুরপাড়ে ভেসে থাকা একটি বস্তা উদ্ধার করা হলে দেখা যায়—বস্তার ভেতরে রয়েছে মৃত আট কুকুরছানা। পরে কেয়ারটেকার জাহাঙ্গীরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রোববার সন্ধ্যার পর থেকেই মা কুকুরটি ছানাদের খুঁজে ফিরছিল।

এ বিষয়ে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের ছেলের কাছ থেকে জানা যায়—তাদের মা নিশি বেগম ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছেন। পরে নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এর বেশি কিছু বলতে পারছি না।”ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ব্যাপক ক্ষোভ দেখা দেয়। কেউ লিখেছেন“মানুষ নামের কলঙ্ক সে”, কেউ বলছেন“ভাষা নেই কিছু বলার, তদন্ত করে দোষীর শাস্তি হোক।”উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, “ঘটনাটি খুবই অমানবিক। মা কুকুরটিকে আমরা চিকিৎসা দিয়েছি।”


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনায় আমি চরমভাবে মর্মাহত। তদন্ত চলছে, দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top