বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে সার বিতরণের ঘটনায় কৃষকেরা আক্রমণ, কৃষি কর্মকর্তা হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণের সময় স্থানীয় কৃষকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুল ইসলাম আহত হয়েছেন। তার দাঁত ভেঙে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উমরাডাঙ্গী বাজারে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সার বিতরণ চলছিল। তবে সন্ধ্যার দিকে টিএসপি সার কম থাকায় কিছু কৃষক হট্টগোল শুরু করে। একপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা হয়।

রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, “সার বিতরণের সব ব্যবস্থা আমরা তদারকি করছিলাম। হঠাৎ সার সংকটের কারণে কিছু কৃষক উত্তেজিত হয়ে ওঠে এবং আক্তারুল ইসলামকে মারধর করে। আমরা আইনি পদক্ষেপ নেব।”

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠায়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, “সরকারি কাজে বাধা দেওয়া একটি অপরাধ। আমরা শিগগিরই আইনি ব্যবস্থা নেব।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top