বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ধর্ষণের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ২৩:০১

সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

‎বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন।এর আগে, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ভুক্তভোগীর বোন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।গ্রেপ্তাররা হলেন- দেলোয়ার ভূঁইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ সাহা (২৩) ও অন্তু দেওয়ান (২৮)। তারা সাভারের আশুলিয়ার বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।ভুক্তভোগী আশুলিয়ার একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী। মামলার এজাহারে ভুক্তভোগী জানান, গত ৭ এপ্রিল তাকে পিকনিকের কথা বলে ফুলেরটেক এলাকায় নিয়ে গিয়ে চেতনানাশক পানীয় খাইয়ে অচেতন করা হয়। জ্ঞান ফিরলে নিজেকে আটকে রাখা অবস্থায় দেখতে পান এবং বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। পরে ভিডিও ও অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক ধাপে তার কাছ থেকে ৯৬ হাজার টাকা আদায় করা হয়।ভুক্তভোগীর অভিযোগ, নভেম্বর মাসে তারা আবারও শারীরিক সম্পর্কের জন্য চাপ দেয় এবং অমানবিক নির্যাতন করে। এতে অসুস্থ হয়ে তাকে গণস্বাস্থ্য হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়েও অভিযোগ দেওয়ার পর আসামিরা আরও চড়াও হয়। ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে গেলে অভিযুক্তরা তাকে একাডেমিক কক্ষে আটকে অভিযোগ তুলতে চাপ দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

‎আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন জানান, মামলা দায়েরের পর ১৭ ঘণ্টার অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top