কুকুরছানা হত্যার অভিযোগে মায়ের সঙ্গে কারাগারে ২ বছরের শিশু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩
৮টি কুকুরছানা হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন গৃহবধূ নিশি রহমান (৩৮)। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী থানা থেকে তাকে পাবনা আমলী আদালত-২-এ হাজির করা হয়। আদালতের বিচারক তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিশি রহমানের সঙ্গে কারাগারে গেছে তার দুই বছরের ছোট ছেলে।
নিশি রহমানের স্বামী, ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন জানান, তাদের তিনটি সন্তান আছে। বড় মেয়ে, এবং দুই ছেলে। ছোট ছেলে দুই বছর বয়সী, যিনি বর্তমানে কারাগারে মায়ের সঙ্গে আছে। তিনি আরও বলেন, “স্ত্রীর জন্য আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন আবেদন করেছিলাম। শুনানি হয়নি। বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। শুনানি আগামী রবিবার (৬ ডিসেম্বর) ধার্য রয়েছে।”
পাবনার জেল সুপার ওমর ফারুক জানান, শিশুটি দুগ্ধপোষ্য হওয়ায় তাকে মায়ের সঙ্গে কারাগারে রাখা হয়েছে।
নিশি রহমানের বিরুদ্ধে অভিযোগ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকা টম নামের কুকুরের ৮টি ছানাকে বস্তা দিয়ে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। নিশি রহমানকে রাতেই ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।