বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ, নিরাপদ ও শক্তিশালী করতে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সমন্বিত সরকারি অফিস ভবনের সভাকক্ষে আয়োজিত এই কর্মসূচিতে জেলা প্রশাসনের নেতৃত্বে এবং জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

 

সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে ভ্রান্ত তথ্য প্রতিরোধ, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, মাঠপর্যায়ের সঠিক তথ্য সংগ্রহ, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সংবাদকর্মীদের সততা, দ্রুততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

গণমাধ্যম প্রতিনিধিরাও মাঠের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং উন্নয়নের সুযোগগুলো তুলে ধরে প্রশাসনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। সভা শেষে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবসহ আরও অনেকে।

মেহেদী হাসান সোহাগ,মাদারীপুর প্রতিনিধি

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top