বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

পাবনার ঈশ্বরদীতে সন্তানহারা মা কুকুরের নতুন জীবন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে ৮টি কুকুরছানাকে হত্যার ঘটনায় ক্ষতবিক্ষত হওয়া মা কুকুরটি সম্প্রতি নতুন জীবন ফিরে পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা মা কুকুরটির জন্য সহমর্মিতা প্রকাশ করেন এবং নতুন ৪টি কুকুরছানা দত্তক দেওয়ার ব্যবস্থা করেন।

জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) মা কুকুরটিকে দেওয়া হয় দুটি কুকুরছানা। এরপর বৃহস্পতিবার আরও দুটি নতুন কুকুরছানা তাকে দেওয়া হয়। এই নতুন সন্তানদের আদর ও যত্নে ব্যস্ত সময় পার করছে মা কুকুরটি। স্থানীয়রা জানিয়েছেন, মা কুকুরটি নতুন ছানাদের দুধ খাওয়াচ্ছে এবং আগলে রাখছে—ঠিক আগের ৮টি সন্তানের মতো।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা শাহরিয়ার অমিত প্রথম দুটি কুকুরছানা এনে দেন। সংগঠনের কর্মকর্তারা মা কুকুরটির বুকের দুধ ছানাদের শরীরে মেখে দেন। মুহূর্তেই মা কুকুরটি নতুন ছানাদের কাছে টেনে নেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের নির্দেশে বৃহস্পতিবার আরও দুটি কুকুরছানা এনে দেওয়া হয়। একইভাবে মা কুকুরের দুধ ছানাদের শরীরে মেখে নতুন ছানাগুলোকে নিজের সন্তান মনে করে গ্রহণ করে মা কুকুরটি। এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা নতুন ৪টি কুকুরছানাকে দুধ খাওয়ানোর দৃশ্য দেখে হতবাক হন।

ঈশ্বরদীয়ান স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র শাহরিয়ার অমিত বলেন, “টম (মা কুকুর) ৮টি সন্তান হারানোর পর মানসিক ও শারীরিকভাবে একেবারে ভেঙে পড়েছিল। নতুন ছানাদের পেয়ে তার বেদনা অনেকটাই কমেছে। এখন সে আগের মতোই তাদের দুধ খাওয়াচ্ছে এবং আপন করে নিয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “আমরা টমকে নতুন জীবন ফিরিয়ে দিতে পেরেছি। ঈশ্বরের রহমতে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নতুন ৪টি কুকুরছানা দেওয়া সম্ভব হয়েছে। ৮টি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্তকে প্রকৃতির বিচার হয়েছে বলেও মনে করি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top