পাটগ্রামে মানব কল্যাণ
স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাবিক ইসলাম | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উপলক্ষে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে সংগঠনের সদস্যরা পাটগ্রামের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনিক সম্পাদকসহ সংগঠনের সকল কার্যকরী সদস্যবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফেরদৌস আলম বলেন, "মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই সমাজসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মানবিক এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে ঘিরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছিল আনন্দ ও স্বস্তির ছোঁয়া।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।