নানা আয়োজনে পালিত মেহেরপুর মুক্ত দিবস
মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯
আজ (৬ ডিসেম্বর) মেহেরপুর মুক্ত দিবস পালিত হলো। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর বিকেলে পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে হটাত আক্রমণ চালায়। রাতভর তুমুল যুদ্ধ চলার পর মুক্তিযোদ্ধাদের দমনে ব্যর্থ হয়ে ৬ ডিসেম্বর ভোরে মেহেরপুর ছেড়ে পালিয়ে যায় তারা। বিদায়ের সময় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা কিছু ধ্বংস করা হয়। সকালে মুক্তিযোদ্ধারা আনন্দ উল্লাস করতে করতে শহরের রাস্তায় নেমে আসে।
মেহেরপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা দিনটি ঘিরে নানা আয়োজন করে। সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবীর শহরের কলেজমোড়ের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। এরপর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় আইনশৃঙ্খলা বাহিনির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনার নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণের জন্য উম্মুক্ত করা হয় এবং দোয়ামোনাজাতের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় ডঃ শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক পতাকা উত্তোলন করা হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।