কমিটিতে পদ দেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাত অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
মেহেরপুর প্রতিনিধি | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৭
কমিটিতে পদ দেওয়ার প্রলোভনে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদের বিরুদ্ধে। শুক্রবার সকালে মেহেরপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আছিফুল হক মজনু। এসময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছিফুল হক মজনু জানান, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ বিভিন্ন সময়ে তাকে ইউনিয়ন কমিটিতে পদ দেওয়ার আশ্বাস দিয়ে মোট ১১ লাখ টাকা গ্রহণ করেছেন। কিন্তু পরে মনোহরপুর গ্রামের জাফর উল্লাহকে সভাপতি করে ফেসবুকের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, “সারা দেশের মানুষ যখন বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া করছেন, সেই সময়ে অবৈধভাবে কমিটি ঘোষণা আমাদের জন্য লজ্জার।”
মজনু আরও অভিযোগ করেন, তিনি বারবার ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের দাবি জানালেও তা উপেক্ষা করে টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “১৭ বছর আন্দোলনে অংশ নিয়ে বহু নির্যাতন সহ্য করেছি, জেলে যেতে হয়েছে। শেষে পদও পেলাম না, টাকাও গেল।”
সংবাদ সম্মেলনে তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিল, সভাপতি ফয়েজ মোহাম্মদের বহিষ্কার এবং তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফয়েজ মোহাম্মদ’-কে বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।