শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তিনি পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদের মাজারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন তৌহিদ হোসেন। তিনি আবু সাঈদের ত্যাগ, সাহস ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
পরে পররাষ্ট্র উপদেষ্টা শহীদ আবু সাঈদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, ওসি শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।