শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
গাজীপুরের শ্রীপুরে শনিবার বিকেলে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার সময় ট্রেনটি বিকেল ৪টার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করলে ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর ট্রেনের গতি কমে যায় এবং ইঞ্জিন থেকে ছড়ানো মবিল যাত্রীদের গায়ে পড়ে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, “ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়েছে। এর ফলে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। আমরা ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বিকল্প ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে। কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।