বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয় দিয়ে রাজশাহীর ডিসিকে ঠকানোর চেষ্টা, প্রতারক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১২:৫৩

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় ব্যবহার করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) বিভ্রান্তিকর তথ্য প্রদানের মাধ্যমে অর্থ দাবি করার অভিযোগে মো. শামীম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান মঙ্গলবার (২০ জানুয়ারি) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের একটি টিম সোমবার (১৯ জানুয়ারি) সাভারে অভিযান চালিয়ে শামীম ওসমানকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর ডিসিকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। বার্তায় উল্লেখ ছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং নির্বাচন হবে শুধু আওয়ামী লীগ ছাড়া। এছাড়া তিনি মাসিক ‘কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে ১ লাখ টাকা দ্রুত নিজের ব্যক্তিগত বিকাশ নম্বরে পাঠানোর নির্দেশ দেন।

সন্দেহজনক হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি ও সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিআইডি দ্রুত প্রতারককে শনাক্ত করে।

গ্রেপ্তার শামীম ওসমানের বিরুদ্ধে আগে থেকেই একই ধরনের প্রতারণার অভিযোগ ছিল। তার অপরাধমূলক কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে, তিনি একজন পেশাদার প্রতারক এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার অতীত রয়েছে।

রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সিআইডি আরও তদন্ত করছে, প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top