সিরাজগঞ্জে ঈদগাহ মাঠের খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৩৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া গ্রামে সরকারি খাস জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দেওড়া ঈদগাহ মাঠে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দেওড়া ইল্লাপাড়ার মো. ইদ্রিস আলী ও ইউসুফ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠের কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। পূর্বে তৎকালীন ইউপি চেয়ারম্যান বিরোধ মীমাংসা করেছিলেন। পরে উভয়পক্ষ সরকারি দপ্তরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।
ঘটনার দিন দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এলাকায় জায়গা মাপার জন্য গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।