হাদির পক্ষে মানববন্ধন শেষে ফেরার পথে উত্তরায় হামলার শিকার ২ জন
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে রাজধানীর উত্তরা এলাকায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রয়োজন হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
তিনি আরও বলেন, হামলার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।