দেশে ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ২১:৪১

রেমিট্যান্স

চলতি বছরের সেপ্টেম্বর মাসে (১৭২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার) যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৬৭১ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন আয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য থেকে জানা গেছে, এর আগে গত বছরের মে মাসের পরে এক মাসে এত কম রেমিট্যান্স আর আসেনি। ওই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৫০ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ১৪ লাখ মার্কিন ডলার। গত মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ৪৬ কোটি ১৬ লাখ ডলার এসেছে ব্যাংটির মাধ্যমে। এছাড়া, ডাচ্-বাংলা ব্যাংক ২০ কোটি ৩৬ লাখ, অগ্রণী ব্যাংক ১৪ কোটি ৮৮ লাখ, সোনালী ব্যাংক ১১ কোটি ১১ লাখ এবং পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৪০ লাখ ডলার।

এই সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠাননি প্রবাসীরা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top