পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর হতে রোডম্যাপ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৪ বছরের মধ্যে পেঁয়াজের দেশীয় উৎপাদনের মাধ্যমেই স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে একটি রোডম্যাপের খসড়া প্রণয়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

তাছাড়া, ১৪ অক্টোবর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক পেঁয়াজের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।

নিউজফ্ল্যাশ৭১

কৃষি সচিব মো. মেসবাহুল জানান, পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে একটি পরিকল্পনা করা হচ্ছে। তবে এটি এখনও চূড়ান্ত করা হয়নি। এ নিয়ে কাজ চলছে। আগামী ৪ বছরের মধ্যে পেঁয়াজের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে চাচ্ছি।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মো. আসাদুল্লাহ বলেন, রোডম্যাপের অংশ হিসেবে পেঁয়াজে স্বংয়ংসম্পূর্ণতা আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হবে। উচ্চ ফলনশীল জাত এবং উন্নত পদ্ধতিতে চাষাবাদ করা হবে। তাছাড়া আমরা পেঁয়াজ চাষিদের উৎপাদন, ব্যবস্থাপনা ও সংরক্ষণের ব্যাপারে প্রশিক্ষণও দেব।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top