চালের দাম কেজি প্রতি বেড়েছে ৪ টাকা
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন বাজারে চালের দাম খুচরা পর্যায়ে হঠাৎ বেড়েছে ৪ টাকা পর্যন্ত। এতে করে দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৮ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। চালের এ অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা জানান, অনেক মিল বন্ধ হয়ে যাওয়ার কারণে বাজারে চালের সরবরাহ কমেছে। আবার ধানের দাম বেশি। সবকিছু মিলে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। চালের এই দাম নিয়ন্ত্রণে সরকারের উচিৎ শিগগিরই মিল মালিকদের সঙ্গে বসে দাম নির্ধারণ করা এবং বিদেশ থেকে চাল আমদানি করা। দ্রুত পদক্ষেপ নিলে না পারলে চালের দাম আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের।
রাজধানীর বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২-৬৬ টাকায়, এক সপ্তাহ আগে যা ছিল ৫৮-৬২ টাকার মধ্যে। আর দুই সপ্তাহ আগে ছিল ৫৪-৬০ টাকার মধ্যে। অপরদিকে, ৫০-৫২ টাকা কেজি দরে বিক্রি হওয়া মাঝারি মানের চালের দাম দুই সপ্তাহের ব্যবধানে বেড়ে ৫৪-৫৮ টাকা হয়েছে। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬-৫০ টাকা কেজি দরে, যা দুই সপ্তাহ আগে ছিল ৪২-৪৬ টাকার মধ্যে।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে মিনিকেট ও নাজির বা সরু চালের দাম বেড়েছে ৫.৩৬ শতাংশ। মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম বেড়েছে দশমিক ৯৭ শতাংশ। আর মোটা বা স্বর্ণা ও চায়না ইরি চালের দাম বেড়েছে ১.১০ শতাংশ।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।