বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

আজ বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর–এর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে আসছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নোটটি প্রথমে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরবর্তীতে অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক থিমে নতুন সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতোমধ্যে বাজারে রয়েছে। এবার যুক্ত হচ্ছে নতুন ৫০০ টাকার নোট।

নতুন নোটটির আকার ১৫২ মি.মি. x ৬৫ মি.মি.
এতে যেসব নকশা যুক্ত হয়েছে—

  • সম্মুখভাগের বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার

  • মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি

  • পেছনভাগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা

  • রয়েল বেঙ্গল টাইগারের মুখ জলছাপ

  • জলছাপের নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘500’

  • নোটের পুরো ডিজাইনে সবুজ রঙের আধিক্য

নকল রোধে নোটটিতে সংযোজন করা হয়েছে আধুনিক ১০টি নিরাপত্তা ফিচার।

১. রং পরিবর্তনশীল কালি (Optically Variable Ink)

  • সামনে ডানদিকে থাকা ‘500’ নোটটি নাড়ালে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হবে।

  • ভিতরে কোনাকুনি অবস্থায় ‘৫০০’ লেখাটি দেখা যাবে।

২. উন্নত নিরাপত্তা সুতা

  • বাম পাশে ৪ মি.মি. চওড়া টুইস্টেড সিকিউরিটি থ্রেড

  • লাল-স্বর্ণালি বার আলোর বিপরীতে ধরলে ‘৫০০ টাকা’ লেখা দেখা যাবে

  • নাড়ালে স্বর্ণালি অংশ রংধনুর বারের মতো ঝলক দেবে

৩. দৃষ্টিপ্রতিবন্ধীদের চিহ্ন

  • ডান দিকে নিচে ৫টি ছোট উঁচু বৃত্ত

৪. ইন্টাগ্লিও (উঁচু) প্রিন্ট

হাত বুলালে অসমতল অনুভূত হবে—

  • কেন্দ্রীয় শহীদ মিনার

  • ‘বাংলাদেশ ব্যাংক’

  • বাংলা–ইংরেজিতে মূল্যমান

  • ৬টি আড়াআড়ি লাইন

  • পেছনে সুপ্রিম কোর্টের নকশা

  • বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম

৫. মাইক্রোপ্রিন্ট

  • সম্মুখভাগে নিরাপত্তা সুতার পাশে উলম্বভাবে বারবার লেখা ‘BANGLADESH BANK’

  • পেছনে ‘৫০০’ ও ‘500’ এর ব্যাকগ্রাউন্ডেও একই মাইক্রোপ্রিন্ট (ম্যাগনিফাইং গ্লাসে দেখা যাবে)

৬. UV Ink শাপলা ডিজাইন

  • সম্মুখভাগে শাপলার অংশ UV fluorescence (Magenta) ইঙ্কে প্রিন্ট

  • UV মেশিনে দৃশ্যমান

৭. See Through Image

  • গভর্নর স্বাক্ষরের পাশে ‘৫০০’

  • আলোতে ধরলে সঠিকভাবে মিলবে

৮. গুপ্ত লেখা (Hidden Number)

  • নিচের বর্ডারের মাঝখানে সবুজ নকশার ভেতর গুপ্তভাবে ‘500'

  • অনুভূমিকভাবে ধরলে দৃশ্যমান

৯. UV Fiber

  • নোটের কাগজে লাল, নীল ও সবুজ ফাইবার

  • UV মেশিনে দেখা যাবে

১০. UV Curing Varnish

  • নোটের দুই পৃষ্ঠে বিশেষ বার্নিশ

  • ফলে নোটটি হবে চকচকে এবং টেকসই

নতুন নোট চালু হওয়ার পরেও বর্তমানের সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মুদ্রা সংগ্রাহকদের কথা মাথায় রেখে বিনিময়যোগ্য নয় এমন ৫০০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে।
এটি বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top