‘দ্বিতীয় অনির্বাণ’ ট্যাগে ক্লান্ত সৌমেন চক্রবর্তী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩
টালিউডের মঞ্চ ও পর্দার নতুন মুখ সৌমেন চক্রবর্তীকে ঘিরে সাম্প্রতিক সময়ে জোর আলোচনা চলছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু তার অভিনয় নয়, বরং জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে তার চমকপ্রদ সাদৃশ্য। চেহারা, কণ্ঠস্বর, এমনকি পড়াশোনার ব্যাকগ্রাউন্ড— সব মিলেই তাকে অনেকেই ডাকছেন ‘দ্বিতীয় অনির্বাণ ভট্টাচার্য’। আর এই তকমাই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে উঠতি অভিনেতার জন্য।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌমেন সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির নজরে এসেছেন। ইতোমধ্যে তিনি সৃজিতের সিরিজ ‘দুর্গ রহস্য’, ‘কিলবিল সোসাইটি’ এবং নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ কাজের সুযোগ পেয়েছেন। ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন— সৃজিতের পরবর্তী পছন্দের অভিনেতা হতে চলেছেন তিনি।
কিন্তু এই সাফল্যের মাঝেই অনির্বাণের সঙ্গে চেহারা ও স্বভাবগত মিল সৌমেনের জন্য হয়ে উঠেছে সংকট। এক ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“আমি দ্বিতীয় অনির্বাণ ভট্টাচার্য তো? জন্ম, চেহারা, কণ্ঠস্বর, পড়াশোনা, অভিনয়— সবেতেই এত মিল। কী করি বলুন? এতে তো আমার হাত নেই। বিশ্বাস করুন, শুনতে শুনতে ক্লান্ত।”
সৌমেনের আশঙ্কা, এই অতি-সাদৃশ্য তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলছে। অডিশন দেওয়ার পরও তাকে ‘অনির্বাণের কপি’ মন্তব্য শুনতে হয়, আর অনেক সময় চরিত্রটিও হাতছাড়া হয়ে যায়। তার প্রশ্ন— এই সাদৃশ্যই কি তার ভবিষ্যৎ পথ আটকে দিচ্ছে?
তবে আশার কথাও রয়েছে। মঞ্চে অভিনয়ের মাধ্যমে কাছ থেকে যারা তাকে দেখছেন, তারা ক্রমেই দুই অভিনেতার পার্থক্য বুঝতে পারছেন। দর্শক এখন সৌমেনের অভিনয় দেখতেই নাটকে বেশি আসছেন, যা তাকে নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
সৌমেন জানান, তিনি কখনোই অনির্বাণকে অনুকরণ করেন না; তবু এমন তুলনা মন খারাপ করে দেয়। তবে তিনি বিশ্বাস করেন— নিয়মিত ভালো কাজ করলে একদিন ‘দ্বিতীয় অনির্বাণ’ নয়, বরং নিজের নামেই প্রতিষ্ঠা পাবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।