‘কান্তারা’ নিয়ে মন্তব্যে নতুন বিতর্কে রণবীর সিং, ক্ষুব্ধ তুলু সম্প্রদায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭
মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘ধুরন্ধর’–এর আইনি জটিলতা সামাল দিতে না দিতেই নতুন বিতর্কে জড়ালেন বলিউড তারকা রণবীর সিং। এবার অভিযোগ— তিনি নাকি জনপ্রিয় দক্ষিণী চলচ্চিত্র ‘কান্তারা’–কে ব্যঙ্গ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে উঠে এসেছে এই তথ্য।
সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত আইএফএফআই আসরের মঞ্চে ‘কান্তারা’ নিয়ে কথা বলতে গিয়ে বিপাকে পড়েন রণবীর। যদিও তিনি ছবির প্রশংসাই করেছিলেন। অভিনেতা ঋষভ শেঠির উদ্দেশে রণবীর বলেন,
“আমি ছবিটি থিয়েটারে দেখেছি। তোমার অভিনয় দুর্দান্ত! বিশেষ করে যখন নারী ভূত তোমার ওপর ভর করেছিল!”
এরপর তিনি সেই দৃশ্যের অভিনয়ও করে দেখান। এতে ঋষভসহ উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন। রণবীর মজার ছলেই বলেন,
“আমাকে কি কেউ কান্তারা ৩-এ দেখতে চাও? তাহলে জানাও।”
মঞ্চে হাসির রেশ ছড়ালেও ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। কারণ ‘কান্তারা’ সিনেমা তুলু সম্প্রদায়ের পূজিত দেবদেবী ও আধ্যাত্মিক রীতিনীতির ওপর ভিত্তি করে নির্মিত। তাই রণবীরের ‘নারী ভূত’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ওই সম্প্রদায়ের অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।