ছবিশিকারিদের আচরণে আবারও ক্ষুব্ধ জয়া বচ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

সংগৃহীত

আবারও মেজাজ হারিয়ে খবরের শিরোনামে বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিক জয়া বচ্চন। কোনো সিনেমা বা সংসদীয় মন্তব্য নয়—এইবার আলোচনায় তার তীব্র ক্ষোভে ভরা কথাবার্তা। ক্যামেরা সামনে পড়তেই তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন ছবিশিকারি ও তথাকথিত সাংবাদিকদের, যা নিয়ে এখন সরগরম বলিউডপাড়া।

ভারতীয় গণমাধ্যম জানায়, ছবি তুলতে আসা কিছু ব্যক্তির পোশাক, আচরণ ও পেশাদারীত্ব নিয়ে কড়া মন্তব্য করেন জয়া। তার ভাষায়, নোংরা পোশাক পরে, হাতে একাধিক ফোন নিয়ে আসা এই ব্যক্তিরা প্রকৃত সাংবাদিক হতে পারেন না।

এক অনুষ্ঠানে তিনি বলেন, “এরা মিডিয়া? আমি সাংবাদিকের মেয়ে—ভালো করেই জানি সাংবাদিক কাকে বলে। নোংরা জামাকাপড় পরে আসে, উদ্ভট প্রশ্ন করে, নানা মন্তব্য ছুঁড়ে দেয়—এদের কী করে সাংবাদিক বলা যায়?” ক্ষোভ বাড়িয়ে তিনি আরও বলেন, “ওদের কি কোনো পড়াশোনা আছে?”

উল্লেখ্য, জয়া বচ্চনের বাবা তরুণকুমার ভাদুড়ী ছিলেন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। সেই অভিজ্ঞতার সূত্রেই তিনি মনে করেন—বর্তমান ছবিশিকারিদের আচরণ ও পোশাক পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে যায় না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top