‘অনেকে যত আয় করেন, আমি তার চেয়েও বেশি’:সোফী চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফী চৌধুরী—বড় পর্দায় কম দেখা গেলেও বিলাসবহুল জীবনযাপন, নামী ব্র্যান্ডের পোশাক ও হাই-প্রোফাইল পার্টিতে নিয়মিত উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি উদয়পুরের এক রাজকীয় বিয়েতে, যেখানে পারফর্ম করেছিলেন জেনিফার লোপেজ, সেই অনুষ্ঠানে সোফীর উপস্থিতি ঘিরেই নেটিজেনরা প্রশ্ন তোলেন তার আয়ের উৎস নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের মন্তব্য—“ছবিতে দেখা যায় না, এত টাকা আসে কোথা থেকে?”—এবার আর চুপ থাকেননি সোফী। সরাসরি জবাব দিয়ে তিনি নিজের ক্যারিয়ার ও উপার্জন সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেন।

সোফীর ভাষায়, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। করপোরেট শো, বিয়ের অনুষ্ঠান ও বড় বড় ইভেন্টে সঞ্চালনার জন্য আমাকে নিয়মিত ডাকা হয়।”

তিনি বলেন, বলিউডে এখন প্রতিযোগিতা তীব্র; একজন অভিনেত্রী হিসেবে জায়গা করে নিতে সময় লাগে। তবে সিনেমায় কম দেখা গেলেও অর্থ উপার্জনে তিনি পিছিয়ে নেই। সোফীর দাবি, “বলিউডের অনেক প্রথম সারির নায়িকারাও যত আয় করেন না, আমি তার চেয়েও বেশি আয় করি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top