সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভাইরাল পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

সংগৃহীত

বিভিন্ন অনুষ্ঠানে রুচিশীল শাড়ি এবং ঐতিহ্যবাহী সাজে নজর কাড়েন ঢালিউড তারকা পরীমণি। এবার সোশ্যাল মিডিয়ায় শাড়িকে ঘিরে এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। অনেকেই মনে করছেন, দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ অভিনেত্রীর।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় পরীমণি লিখেছেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ। আসো মনুরা।’

এরপর বিশেষ দ্রষ্টব্য যোগ করে লেখেন, ‘যে ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।’

তার এমন ঘোষণার পরপরই ভক্ত-অনুসারীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। অনেকে মন্তব্যের ঘরে চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি পরীমণি বর্তমানে একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত। নারী ও শিশুদের জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’, যা জনপ্রিয়তা পেয়েছে অল্প সময়েই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top