নাতনিকে বিয়ে করতে চান না জয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯

সংগৃহীত

বলিউডের স্বর্ণযুগের প্রতীক অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। অর্ধশতকের বেশি সময়ের দাম্পত্যজীবনে তাঁদের সম্পর্ককে অনেকেই আদর্শ দম্পতির প্রতিচ্ছবি হিসেবে দেখেন। কিন্তু সম্প্রতি জয়া বচ্চনের এক মন্তব্যেই তুমুল বিতর্ক ছড়িয়ে পড়েছে বি-টাউনে। বিয়ে নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে তিনি স্পষ্টভাবেই বলেছেন—“বিয়ের ধারণা এখন পুরোনো। আমার নাতনি নভ্যা নাভেলিকে আমি কখনোই বিয়ের বন্ধনে আবদ্ধ দেখতে চাই না।”

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এক সাক্ষাৎকারে জয়া বলেন, মানুষের জীবন উপভোগ করতে শেখা উচিত। তিনি বলেন, “আমার কথায় কেউ কেউ আপত্তি করতে পারেন; কিন্তু আমার মতে শারীরিক আকর্ষণ ও সম্পর্কও জীবনে সমান গুরুত্বপূর্ণ।”

অমিতাভ বচ্চনের মতামতও কি একই—এমন প্রশ্নের উত্তরে জয়া বচ্চনের সোজাসাপটা মন্তব্য, “আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন—এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি তা শুনতে চাই না।”

তিনি আরও জানান, আজ বিয়ে সম্পর্কে তাঁর ধারণা বদলে গেলেও অমিতাভকে তিনি প্রথম দর্শনেই ভালোবেসেছিলেন। “৫২ বছরের বিবাহিত জীবন কাটিয়েছি। এর চেয়ে বেশি ভালোবাসতে পারব না। আমাকে পুরোনো বলা হোক বা আধুনিক, সত্যি হলো—প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম,” বলেন জয়া।

অমিতাভ ও জয়ার প্রথম দেখা হয়েছিল হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘গুড্ডি’ ছবির সেটে। পরে ‘এক নাজর’ ছবির শুটিংয়ের সময় তাঁদের প্রেম আরও গভীর হয়। ১৯৭৩ সালে বিয়ের মাধ্যমে সেই প্রেম পরিণতি পায়।

তাদের বিয়ে-ঘটনার পেছনের গল্পটিও কম সিনেম্যাটিক নয়। অমিতাভ বচ্চন এক পুরোনো সাক্ষাৎকারে বলেছিলেন, “জঞ্জির সফল হলে বন্ধুরা মিলে লন্ডন ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। বাবা শুনে বললেন—ওকে (জয়া) বিয়ে করেই তারপর যেও। তাই বাবার কথা শুনেই আমরা বিয়ে করি।”

জয়া বচ্চনের সাম্প্রতিক মন্তব্যে ঘনীভূত হয়েছে নতুন বিতর্ক। কেউ বলছেন এটি আধুনিক দৃষ্টিভঙ্গি, আবার অনেকে মনে করছেন এটি তাঁর দীর্ঘ দাম্পত্যজীবনকে অস্বীকার করার এক অদ্ভুত অবস্থান। তবে যাই হোক, বলিউডে জয়া বচ্চনের মন্তব্য নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top