স্বস্তিকা দত্তের নতুন চমক ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৩:০০
ছোটপর্দা থেকে বড়পর্দা—সব জায়গায় নিজের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করছেন স্বস্তিকা দত্ত। একের পর এক চরিত্রে নিজেকে নতুনভাবে প্রমাণ করছেন তিনি। ধারাবাহিকের কাজের ফাঁকেও শেষ করেছেন ওয়েব সিরিজ এবং বড়পর্দার শুটিং। আর ঠিক সেই ব্যস্ততার মাঝেই আসছে নতুন চমক—কয়েক দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’।
গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে স্বস্তিকাকে। সিরিজে প্রেম, দ্বন্দ্ব আর রহস্যময় অন্ধকার গল্পে দর্শক জড়িয়ে পড়বেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ওয়েব সিরিজে স্বস্তিকাকে একেবারে অন্যরূপে দেখা যাবে।
সিরিজের নামের সঙ্গে মিল রেখেই স্বস্তিকাকে প্রশ্ন করা হয়, রাতবিরেতে নায়িকা কাকে খুঁজবেন? উত্তরে তিনি বলেন, “ঘুম খুঁজব। একসময়ে এত খুঁজেছি। আর খুঁজতে চাই না।” ব্যস্ততা থাকা সত্ত্বেও অনিয়মিত জীবনযাপন পছন্দ নয় তার। তাই পর্যাপ্ত ঘুম ও সঠিক খাওয়া-দাওয়া তাঁর মূল লক্ষ্য।
নতুন সিরিজের নাম থেকে বোঝা যায়, এতে থাকবে প্রেমের একটি উপাদান। স্বস্তিকাকে জিজ্ঞেস করা হয়, হালকা শীতে কি নতুন প্রেমের ইচ্ছা আছে? তিনি হাসিমুখে বলেন, “খুব প্রেম করতে ইচ্ছা করছে। কিন্তু আর নয়। কারণ, তা হলে কাজে মন বসবে না।”
স্বস্তিকা জানান, ভালো চরিত্রের ওপর তার অনেক আগ্রহ রয়েছে। গৌরব এবং অনিন্দ্যের সঙ্গে কাজ করার অনেক দিনের শখ এই সিরিজে পূরণ হয়েছে। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ হিসাবে যেমন দর্শক তাকে পছন্দ করেছেন, এই ওয়েব সিরিজেও তার অভিনয় দর্শকদের ভালো লাগবে, এমনটাই মনে করছেন স্বস্তিকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।