প্রভাসের বিপরীতে কাজল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৩:০২
দক্ষিণ ভারতের হাই-ভোল্টেজ একশন-ড্রামা চলচ্চিত্র ‘স্পিরিট’–এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় প্রভাস একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। ছবির গল্পের প্রস্তাবনা কাজলকে শুনিয়ে নির্মাতা জানিয়েছেন, তিনি প্রস্তাবিত চরিত্রে বেশ মুগ্ধ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, যদি কাজল সিনেমাটিতে অংশ নেন, এটি তার বড় বাজেটের প্রথম পূর্ণমাত্রার তেলুগু চলচ্চিত্র অভিজ্ঞতা হবে। তিনি আগে কয়েকটি তামিল ছবিতে কাজ করেছেন, তবে টলিউডে এটি হবে বড় আত্মপ্রকাশ। শুধুমাত্র তারকা-ক্ষমতার কারণে নয়, কাজলের অংশগ্রহণ ‘স্পিরিট’কে উত্তর ও দক্ষিণ ভারতীয় সিনেমার বড় ক্রসওভার প্রজেক্টে পরিণত করতে পারে।
ছবিটি ইতিমধ্যেই বড় বাজেট এবং বহু-ভাষায় মুক্তির কারণে উত্তেজনার সৃষ্টি করেছে। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং সাম্প্রতিক ‘অ্যানিমেল’-এর নির্মাতা ভাঙ্গা এবার ‘স্পিরিট’–এ বিশালাকার অ্যাকশন-ড্রামা তৈরি করছেন।
সিনেমায় প্রভাসের সঙ্গে নারী প্রধান চরিত্রে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। শোনা যাচ্ছে, কাজলকে প্রস্তাবিত চরিত্রটি ছোটখাটো বা ক্যামিও নয়, বরং গল্পের জন্য গুরুত্বপূর্ণ এবং আবেগঘন ভূমিকা।
তবে নির্মাতার পক্ষ থেকে এখনও কাজলের চূড়ান্ত অংশগ্রহণ নিশ্চিত হওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। ভক্তরা এখন অপেক্ষায়, কাজল কি সত্যিই এই বড় তেলুগু প্রজেক্টে দেখা দেবেন কি না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।