পরিচালক মিজানুর রহমান আরিয়ানের নতুন জীবনের শুরু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯
দুই বছর ধরে কাজ কমিয়ে আড়ালে থাকা ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান অবশেষে নীরবতা ভেঙে জানালেন সুখবর—তিনি বিয়ে করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে এ খবর জানান তিনি।
ছবির ক্যাপশনে আবেগ প্রকাশ করে আরিয়ান লিখেছেন, “যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।”
জানা গেছে, তার স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন। আরিয়ান জানান, দীর্ঘ ৭ বছরের পরিচয় ও ভালোবাসা শেষমেশ পরিণয়ে রূপ নিয়েছে।
বর্তমানে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও সামনে বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে। আগামী ঈদুল ফিতরের পর স্বজন, বন্ধু ও সহকর্মীদের নিয়ে রিসিপশন করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।