বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

টেলিভিশন শো-তে বিতর্কিত মন্তব্যে আলোচনায় কাজল ও টুইঙ্কল খান্না

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪

সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্নার যৌথ সঞ্চালনায় সম্প্রচারিত একটি টেলিভিশন শো সম্প্রতি জনপ্রিয়তা অর্জন করেছে। তবে শো-এর তারকাদের খোলামেলা আড্ডা এবং বেফাঁস মন্তব্যের কারণে বিতর্কও কম হচ্ছে না।

গত অক্টোবর মাসে সম্প্রচারিত একটি পর্বে টুইঙ্কল খান্না মন্তব্য করেছিলেন, “স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। এসব ছোট ভুল বলে এড়িয়ে যাওয়া যায়।” এই মন্তব্যে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

সমালোচনার মুখে টুইঙ্কল খান্না পরে বলেন, এটি “মজার ছলে বলা হয়েছিল” এবং বিষয়টি “অহেতুক বড় করা হচ্ছে।” তিনি বলেন, “যদি একবিবাহ বা একজন সঙ্গী নিয়ে জীবন যাপন করাই সম্ভব হতো, তবে আমরা নিশ্চয়ই ভেবেচিন্তে কথা বলতাম।” তার বক্তব্যে বোঝানো হয়েছে, সমাজের বাস্তবতা এবং আদর্শের মধ্যে পার্থক্যকে তারা হালকাভাবে তুলে ধরেছেন।

তবে বিতর্ক এখানেই থামেনি। শো-এর আরেকটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সঞ্চালকরা তুলনা করেন, “মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো—কোনটা বড় অপরাধ?” এই স্পর্শকাতর মন্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখা গেছে।

শো-এর এই ধরনের খোলামেলা আলোচনা টিআরপি বাড়াচ্ছে, কিন্তু ব্যক্তিগত মূল্যবোধ ও মনমানসিকতা নিয়ে সঞ্চালক দম্পতির প্রতি সমালোচনাও বেড়েই চলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top