বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

ঈশ্বরদীতে ৮ কুকুরছানার হত্যাকাণ্ড:সর্বোচ্চ শাস্তি দাবি তারকাদের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬

সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা করার ঘটনায় সারা দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছানাগুলোকে হারানোর শোকের মধ্যেই মা কুকুরটি অসুস্থ হয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান, যিনি নিজেও একজন প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। জয়ার ফেসবুক পোস্টে লেখা হয়েছে,

“ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”

অভিনেতা তৌসিফ মাহবুবও এই ঘটনায় মর্মাহত হয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। নিলয় আলমগীর লিখেছেন,

“ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একবার ভাবুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন কষ্ট পেয়েছিল। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

অভিনেত্রী সাবিলা নূর ও সাদিয়া আয়মানও একই রকম প্রতিবাদ জানিয়েছেন। সাদিয়া লিখেছেন,

“ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে কীভাবে একজন মহিলা পানিতে ডুবিয়ে হত্যা করতে পারলেন! এমন জঘন্য অপরাধের জন্য তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো অমানবিক মানুষ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।”

পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত নিশি খাতুনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১টায় ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রাণিপ্রেমী মানুষদের মধ্যে ক্ষোভ ও দুঃখের ঢেউ বয়ে গেছে এবং প্রাণী নির্যাতন আইনের আরও কঠোর প্রয়োগের দাবি উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top