বিচ্ছেদের পথে অভিনেতা অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১২
টালিপাড়ার জনপ্রিয় অভিনেতা অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের বিয়ে বর্তমানে অচলাবস্থার দিকে যাচ্ছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পাহাড়ের কোলে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সম্পর্ক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ভারতীয় এক গণমাধ্যমকে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমাদের ১২ বছরের বন্ধুত্বের পর প্রেম ও বিয়ে। তবে এখন মনে হয়েছে, সম্পর্কটা বর-বউয়ের আকারে না রাখলেও ভালো হবে। আমরা সম্ভবত শুধু বন্ধু হিসেবেই থাকব, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন থাকবে। কারণ আমরা একই বন্ধুদের দলের মধ্যে আছি।”
প্রশ্ন করা হলে যে, কি নতুন প্রেমের কারণে এমন সিদ্ধান্ত, প্রান্তিক জানান, “আমার মায়ের ব্রেন স্ট্রোক হওয়ার পর দেড়-দুই বছর তার দেখাশোনায় ব্যস্ত ছিলাম। এই সময় অন্য কোনো প্রেম হয়নি। অঙ্কিতার সঙ্গে শহর আলাদা হওয়াটা সম্পর্কের একটি সমস্যা হতে পারে। আমাদের মনে হয়েছে, বন্ধুত্ব রাখা বেছে নেওয়াই ভালো।”
উল্লেখ্য, অঙ্কিতা ভারতীয় বাংলা টেলিভিশনে ও চলচ্চিত্রে কাজের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়। প্রান্তিকও নিয়মিত টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন। সম্প্রতি একটি ধারাবাহিকে কাজ করার কথা থাকলেও তিনি তা করছেন না এবং ভবিষ্যতে নতুন কাজ ও পরিচালনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।