গ্র্যামিজয়ী গায়িকা মাইলি সাইরাস বিয়ের ঘোষণা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪
গ্র্যামিজয়ী সংগীত তারকা মাইলি সাইরাস সম্প্রতি বিয়ের খবর প্রকাশ্যে আনলেন। গায়িকা জানালেন, তিনি প্রেমিক ম্যাক্স মোরান্ডো-র সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
১ ডিসেম্বর দিবাগত রাতে অনুষ্ঠিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সাইরাস ও মোরান্ডো। প্রেমিকের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার সময় সাইরাসের হাতে দেখা যায় বাগদানের আংটি, যা বিয়ের গুঞ্জনের সূত্রপাত ঘটায়।
পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, সাইরাস ও মোরান্ডো ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন। সেই বছরই হলিউডের একটি অনুষ্ঠানে তারা একসাথে হাত ধরে ছবি তোলেন, যা প্রকাশ্যে আসার পর থেকে গুঞ্জন চলছিল।
উল্লেখ্য, মাইলি সাইরাস এখন মুক্তির অপেক্ষায় রয়েছেন জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির জন্য। এই ছবিতে তিনি ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গানও গেয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।