‘রাক্ষস’-এ সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা পাল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:২৯
কলকাতার সিরিয়াল কন্যা থেকে ঢালিউডের সিনেমা তারকা হিসেবে অভিষিক্ত হয়েছেন ইধিকা পাল। ওপার বাংলার এই অভিনেত্রী ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন এবং শোবিজ অঙ্গনে তাঁর নতুন সিনেমা নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।
পারিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় সাবিলা নূর সরে দাঁড়ানোর পর ইধিকার নাম উজ্জ্বলভাবে উঠে এসেছে। জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের সিনেমা-এর জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন কলকাতার এই নায়িকা। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র ঢাকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি।
‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। সবকিছু ঠিক থাকলে ইধিকা প্রথমবার সিয়াম আহমেদের সঙ্গে পর্দায় জুটি বাঁধবেন। পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এখনো বিষয়টি নিশ্চিত করেননি।
এর আগে পরিচালক ঢাকার গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা অনেকের সঙ্গে কথা বলছি। এখনও কাউকে চূড়ান্ত করিনি। শিগগিরই নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে জানাব।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।