“দিল্লির হাই-প্রোফাইল বিয়েতে শাহরুখের তীক্ষ্ণ ও মজাদার জবাব”
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮
বলিউড বাদশাহ শাহরুখ খান সব সময়ই হাজির থাকেন যেখানেই হোক—রুপালি পর্দা হোক বা অভিজাত বিয়ের অনুষ্ঠান। সম্প্রতি দিল্লিতে এক হাই-প্রোফাইল বিয়েতে গিয়ে কিং খান এমন একটি অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন, যা নেটিজেনদের কাছে এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, কনে শাহরুখকে অনুরোধ করছেন বিখ্যাত সংলাপ ‘জুবান কেসরি’ বলার জন্য। শাহরুখ মজার ছলে কনেকে উত্তর দেন, “একবার ব্যবসায়ী লোকদের সঙ্গে ব্যবসা করে নাও, জান আর ছাড়ে না। গুটকাওয়ালারাও না ইয়ার!” তবে কনের নাছোড়বান্দা অনুরোধের পর তিনি স্নেহভরে কিন্তু স্পষ্টভাবে বলেন, “যতবার করি, টাকা নিই ডার্লিং। বাবাকে বলে দিও তুমি। আমি তো আর এখানে জুবান কেসরি করতে আসিনি।”
ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। নেটিজেনরা শাহরুখের উপস্থিত বুদ্ধি এবং কৌতুকপূর্ণ জবাবের প্রশংসা করছেন। কেউ মজা করে লিখেছেন, “ওই বিয়েতে ছিলাম—বরপক্ষ সম্ভবত বিমল পান মসলার সঙ্গেই জড়িত।”
একই অনুষ্ঠানের আরও একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ নিজের ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জনপ্রিয় ‘চলেয়া’ গানে নাচছেন। তবে কনে নার্ভাস হাসি দিয়ে এগোতে পারছিলেন না। নেটিজেনরা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেছেন—কেউ কনের লজ্জার কারণ উল্লেখ করেছেন, কেউ আবার কিং খানের প্রফেশনাল আচরণকে প্রশংসা করেছেন।
পরবর্তী সময়ে ব্যস্ত শিডিউল থাকা সত্ত্বেও শাহরুখের দাপট কমেনি। তিনি শিগগিরই বড় প্রজেক্ট ‘কিং’-এ অতিথি চরিত্রে দেখা দেবেন, যা ২০২৬ সালে মুক্তি পেতে পারে। এছাড়া তাকে দেখা যাবে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ‘পাঠান ২’-এ, যা বর্তমানে সবচেয়ে প্রতীক্ষিত অ্যাকশন সিক্যুয়েলগুলোর মধ্যে একটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।