‘রাক্ষস’ চলচ্চিত্রে কলকাতার নায়িকা সুস্মিতা চ্যাটার্জি!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩০

সংগৃহীত

সম্প্রতি গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে ‘রাক্ষস’ চলচ্চিত্রে সিয়ামের নায়িকা হবেন কলকাতার ইধিকা পাল। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইধিকার বদলে এবার নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন কলকাতার উঠতি নায়িকা সুস্মিতা চ্যাটার্জি।

যদিও সুস্মিতার এখন পর্যন্ত উল্লেখযোগ্য কাজ সীমিত—তিনি ইতিমধ্যে ‘লহো গৌড়াঙ্গ নাম রে’ ও ‘ভালোবাসার মরসুম’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন—তবুও বাংলাদেশি নির্মাতা মেহেদী হাসান হৃদয়, যিনি শাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এই নায়িকার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।

চলচ্চিত্রের শুটিং আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে। তবে সুস্মিতা প্রথম লটে অংশ নেবেন না; পরের লটে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, ইধিকা পালের আগে ‘রাক্ষস’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে তিনি অন্য ঈদের সিনেমার কারণে ‘রাক্ষস’ থেকে সরে দাঁড়ান। ‘রাক্ষস’ হবে অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমা, যা বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় শুট হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top