লেস্টার স্কয়ারে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০০

সংগৃহীত

মুক্তির তিন দশক পরও ম্লান হয়নি তাদের জাদু। শাহরুখ খান ও কাজলের আইকনিক জুটি আবারও ইতিহাস লিখল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’–র হাত ধরে। লন্ডনের ব্যস্ততম লেস্টার স্কয়ারে স্থায়ীভাবে জায়গা করে নিল ‘ডোলি সাজাকে রাখ না’ গানের সেই চিরচেনা পোজ—ব্রোঞ্জের ভাস্কর্যে রূপ পেল রাহুল ও সিমরান। উন্মোচনের মুহূর্তে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও কিংবদন্তি অভিনেত্রী কাজল নিজে।

এটাই প্রথমবার কোনো ভারতীয় চলচ্চিত্রের চরিত্রকে লেস্টার স্কয়ারে স্থায়ী ভাস্কর্য হিসেবে স্থান দেওয়া হলো। এর আগে হ্যারি পটার থেকে মেরি পপিন্স—হলিউডের নানা চরিত্র সেখানে জায়গা পেলেও ‘ডিডিএলজে’–র মাধ্যমে ভারতীয় ছবির জন্য খুলে গেল নতুন দিগন্ত।

উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ ছিলেন সম্পূর্ণ কালো পোশাকে, চোখে কালো রোদচশমা। কাজল পরেছিলেন ঐতিহ্যবাহী শাড়ি। ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভিজছিল গোটা লন্ডন, তাই দু’জনের মাথায় রাখা হয়েছিল ছাতা। তবুও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যে কোনো প্রান্তে শাহরুখ খানের উপস্থিতি মানেই জনসমাগম, আর কাজলের জনপ্রিয়তা আজও অটুট। বাস্তবে দু’জনকে একসঙ্গে দেখে আবারও অনুভূত হলো তাদের অন-screen ম্যাজিকের পুনর্জাগরণ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহরুখ খান বলেন, “‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয়ে। আমরা চেয়েছিলাম এক প্রেমের গল্প বলতে—যেখানে ভালোবাসা সব বাধা ভেঙে দেয়। সেই কারণেই ৩০ বছর পরও এর প্রভাব এত গভীর। এই সিনেমা থেকেই আজও মানুষ আমাকে ভালোবাসে।”

অন্যদিকে কাজল জানান, “৩০ বছর পরও ডিডিএলজে এত ভালোবাসা পাচ্ছে—এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হলো আমাদের ইতিহাসের একটা অংশ আবার প্রাণ ফিরে পেল। গল্পটি সত্যিই প্রজন্ম ধরে মানুষকে ছুঁয়ে যাচ্ছে।”

প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়ার পরিচালনায় ছবিতে শাহরুখ–কাজল ছাড়াও অভিনয় করেছিলেন অমরেশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদি প্রমুখ। ভারতীয় রোমান্টিক সিনেমার ইতিহাসে আজও এটি একটি মাইলফলক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top